সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

‘এই স্থানে প্রতিনিয়ত আমার চিত্ত থাকিবে’

‘এই স্থানে প্রতিনিয়ত আমার চিত্ত থাকিবে’

যিহোবা নিজের জন্য মন্দির মনোনীত করেছিলেন (২বংশা ৭:১১, ১২)

যিহোবার হৃদয় সবসময় এই স্থানে থাকবে কথাগুলো দেখায় যে, মন্দিরে কী হচ্ছে, তা জানার জন্য তিনি অত্যন্ত আগ্রহী (২বংশা ৭:১৬; প্রহরীদুর্গ ০২ ১১/১৫ ৫ অনু. ১)

লোকেরা যদি “সর্ব্বান্তঃকরণে” যিহোবার পথে চলা বন্ধ করে দেয়, তা হলে তিনি সেই মন্দির ধ্বংস হয়ে যেতে দেবেন (২বংশা ৬:১৪; ৭:১৯-২১; অন্তর্দৃষ্টি-২ ১০৭৭-১০৭৮, ইংরেজি)

মন্দির উদ্‌বোধন করার সময়, লোকেরা মনে করেছিল, যিহোবার উপাসনাকে তারা সবসময় গুরুত্বের সঙ্গে দেখবে। কিন্তু, দুঃখের বিষয় হল, লোকেরা ধীরে ধীরে যিহোবাকে উপাসনা করার ব্যাপারে তাদের আগ্রহ হারিয়ে ফেলেছিল।

নিজেকে জিজ্ঞেস করুন, ‘কীভাবে আমি দেখাতে পারি, আমার উপাসনাকে আমি গুরুত্বের সঙ্গে দেখি?’