সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

রাজা শলোমন এক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন

রাজা শলোমন এক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন

[২ বংশাবলি বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]

শলোমন মিশর থেকে অনেক ঘোড়া ও রথ সংগ্রহ করেছিলেন (দ্বিতীয় ১৭:১৫, ১৬; ২বংশা ১:১৪, ১৭)

এইসমস্ত ঘোড়া ও রথ পরে শলোমনের সেনাবাহিনী যুদ্ধের জন্য ব্যবহার করেছিল আর এগুলো দেখাশোনা করার জন্য অনেক লোক ও নগরের প্রয়োজন হয়েছিল (২বংশা ১:১৪; অন্তর্দৃষ্টি-১ ১৭৪ অনু. ৫; ৪২৭, ইংরেজি)

যদিও শলোমনের রাজত্বের প্রথম দিকে লোকেরা বেশ ভালোভাবে জীবনযাপন করেছিল, কিন্তু পরে শলোমন তাদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন। আর রহবিয়াম যখন রাজা হয়েছিলেন, তখন তিনি সেই বোঝা আরও ভারী করেছিলেন আর তাই লোকেরা বিদ্রোহ করেছিল। (২বংশা ১০:৩, ৪, ১৪, ১৬) আমরা যে-সিদ্ধান্তই নিই না কেন, সেটার ফলাফল হয় ভালো নতুবা খারাপ হয়।—গালা ৬:৭.