সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

শিবার রানি রাজা শলোমনের রাজদরবারে এসেছেন

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

তিনি প্রজ্ঞাকে মূল্যবান হিসেবে দেখেছিলেন

তিনি প্রজ্ঞাকে মূল্যবান হিসেবে দেখেছিলেন

শিবার রানি কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শলোমনকে দেখতে এসেছিলেন (২বংশা ৯:১, ২; প্রহরীদুর্গ ৯৯ ১১/১ ২০ অনু. ৪; প্রহরীদুর্গ ৯৯ ৭/১ ৩০ অনু. ৪-৫)

শলোমনের প্রজ্ঞা ও ধনসম্পদ দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন (২বংশা ৯:৩, ৪; প্রহরীদুর্গ ৯৯ ৭/১ ৩০-৩১; প্রচ্ছদচিত্র দেখুন)

শিবার রানি সমস্ত কিছু দেখে যিহোবার প্রশংসা করেছিলেন (২বংশা ৯:৭, ৮; প্রহরীদুর্গ ৯৫ ৯/১ ১১ অনু. ১২)

শিবার রানি প্রজ্ঞাকে এতটা মূল্যবান হিসেবে দেখেছিলেন যে, তিনি তা পাওয়ার জন্য বড়ো বড়ো ত্যাগস্বীকার করতেও রাজি ছিলেন।

নিজেকে জিজ্ঞেস করুন, ‘গুপ্তধন খোঁজার জন্য আমি যতটা চেষ্টা করতাম, প্রজ্ঞা খোঁজার জন্য আমি কি ততটা চেষ্টা করতে চাই?’—হিতো ২:১-৬.