সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিশু খ্রিস্ট প্রকৃতপক্ষে কে?

যিশু খ্রিস্ট প্রকৃতপক্ষে কে?

যিশু খ্রিস্ট প্রকৃতপক্ষে কে?

“আর তিনি যিরূশালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থূল পড়িয়া গেল; সকলে কহিল, উনি কে? তাহাতে লোকসমূহ কহিল, উনি সেই ভাববাদী, গালীলের নাসরতীয় যীশু।”—মথি ২১:১০, ১১.

সাধারণ কাল ৩৩ সালের বসন্তকালের সেই দিনে যিরূশালেমে যিশু খ্রিস্টের * আগমন কেন এরকম হইচই ফেলেছিল? কারণ নগরের অনেকেই যিশুর এবং তিনি যে-অসাধারণ কাজগুলো করেছিলেন, সেই বিষয়ে শুনেছিল। তারা তাঁর সম্বন্ধে বলাবলি করে চলেছিল। (যোহন ১২:১৭-১৯) তবে, সেই জনতা এই বিষয়ে প্রায় কিছুই জানত না যে, তাদের মাঝে এমন একজন ব্যক্তি ছিলেন যার প্রভাব সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে আর তা বহু শতাব্দী পর আমাদের দিন পর্যন্ত বিস্তৃত হবে!

মানব ইতিহাসে যিশু যে-সুদূরপ্রসারী প্রভাব ফেলেছেন, তার কয়েকটা উদাহরণ বিবেচনা করুন।

▪ বিশ্বের অনেক জায়গায় সাধারণত যে-ক্যালেন্ডার ব্যবহার করা হয়, তা যে-বছর যিশু জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয় সেই বছরের ওপর ভিত্তি করে।

▪ প্রায় দুশো কোটি লোক—বিশ্বের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ—নিজেদেরকে খ্রিস্টান বলে থাকে।

▪ ইসলাম ধর্ম, যার সদস্য সংখ্যা একশো কোটিরও বেশি, তা শিক্ষা দেয় যে, যিশু হলেন “অব্রাহাম, নোহ এবং মোশির চেয়েও মহান একজন ভাববাদী।”

▪ যিশু যেসব প্রজ্ঞার বাক্য বলেছিলেন তার অনেকই বিভিন্ন রূপে দৈনন্দিন কথাবার্তায় ব্যবহৃত হয়। সেগুলোর কয়েকটা নীচে দেওয়া হল:

‘অন্য গাল ফিরাইয়া দেও।’মথি ৫:৩৯.

“তোমাদের কথা হাঁ, হাঁ, না, না, হউক।”মথি ৫:৩৭.

“কেহই দুই কর্ত্তার দাসত্ব করিতে পারে না।”মথি ৬:২৪.

‘প্রতিবেশীর চক্ষে কুটা না দেখিয়া তোমার নিজের চক্ষের কড়িকাট দেখ।’মথি ৭:৩.

“সর্ব্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও।”মথি ৭:১২.

‘ব্যয় হিসাব করিয়া দেখো।’লূক ১৪:২৮.

এতে কোনো সন্দেহ নেই যে, যিশু মানব ইতিহাসকে প্রভাবিত করেছেন। কিন্তু, তাঁর সম্বন্ধে সর্বত্র লোকেদের বিভিন্ন ধারণা ও বিশ্বাস রয়েছে। তাই আপনি হয়তো চিন্তা করতে পারেন, ‘যিশু খ্রিস্ট প্রকৃতপক্ষে কে?’ যিশু কোথা থেকে এসেছিলেন, তিনি কীভাবে জীবনযাপন করেছিলেন এবং তিনি কী কারণে মৃত্যুবরণ করেছিলেন, একমাত্র বাইবেলই সেই সম্বন্ধে আমাদের জানায়। তাঁর সম্বন্ধে সেই সত্যগুলো জানা আপনার—বর্তমান ও ভবিষ্যৎ—জীবনে গভীর ছাপ ফেলতে পারে। (w১১-E ০৪/০১)

[পাদটীকা]

^ নাসরতের এই ভাববাদীর ব্যক্তিগত নাম “যিশু”-র অর্থ হল “যিহোবা হলেন পরিত্রাণ।” “খ্রিস্ট” শব্দটি হল এক উপাধি যেটির অর্থ “অভিষিক্ত ব্যক্তি” আর এটি ইঙ্গিত করে যে, যিশু এক বিশেষ পদমর্যাদায় ঈশ্বরের দ্বারা অভিষিক্ত বা নিযুক্ত হয়েছিলেন।