সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যখন বৃদ্ধরা যৌবন ফিরে পাবে

যখন বৃদ্ধরা যৌবন ফিরে পাবে

ঈশ্বরের নিকটবর্তী হোন

যখন বৃদ্ধরা যৌবন ফিরে পাবে

আমাদের মধ্যে কেই-বা বার্ধক্যের প্রভাবগুলোকে—কুঞ্চিত ত্বক, ক্ষীণ দৃষ্টিশক্তি, কানে শুনতে না পারা এবং চলতে না পারাকে—পছন্দ করে? আপনি হয়তো ভাবতে পারেন, ‘কেন ঈশ্বর আমাদেরকে যৌবন উপভোগ করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, যা কিনা বার্ধক্যের মারাত্মক প্রভাবগুলোর দ্বারা শেষ হয়ে যায়?’ কিন্তু সুসংবাদটা হচ্ছে যে, আমাদের জন্য ঈশ্বরের এই উদ্দেশ্য ছিল না। পরিবর্তে, তিনি প্রেমের সঙ্গে আমাদেরকে বার্ধক্যের প্রক্রিয়া থেকে মুক্ত করার ব্যবস্থা করেছেন! কুলপতি ইয়োবের উদ্দেশে বলা কথাগুলো লক্ষ করুন, যা ইয়োব ৩৩:২৪, ২৫ পদে পাওয়া যায়।

একজন অনুগত ব্যক্তি ইয়োবের পরিস্থিতিটি বিবেচনা করুন, যাকে যিহোবা ভালোবাসতেন। স্বার্থপর কারণগুলোর জন্যই ইয়োব ঈশ্বরের সেবা করেন, এই কথা বলার দ্বারা শয়তান ইযোবের নীতিনিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছিল, যা ইয়োবের কাছে অজানা ছিল। ইয়োবের ওপর আস্থা রেখে এবং ক্ষতি পূরণ করার ব্যাপারে তাঁর নিজ ক্ষমতার কথা জেনে, যিহোবা ইয়োবকে পরীক্ষা করার জন্য শয়তানকে সুযোগ দিয়েছিলেন। এরপর শয়তান “ইয়োবের আপাদমস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল।” (ইয়োব ২:৭) কীট ইয়োবের মাংস আচ্ছাদন করেছিল আর চামড়া ফেটে, কালো হয়ে খসে পড়ছিল। (ইয়োব ৭:৫; ৩০:১৭, ৩০) তার নিদারুণ যন্ত্রণার কথা কি আপনি কল্পনা করতে পারেন? কিন্তু, ইয়োব এই বলে বিশ্বস্ততা বজায় রেখেছিলেন: “প্রাণ থাকিতে আমি আপন সিদ্ধতা [“নীতিনিষ্ঠা,” NW] ত্যাগ করিব না।”—ইয়োব ২৭:৫.

কিন্তু, ইয়োব এক মারাত্মক ভুল করেছিলেন। যখন তিনি মনে করেছিলেন যে, তিনি মারা যেতে পারেন, তখন তিনি নিজেকে মহিমান্বিত করার ব্যাপারে বেশি চিন্তিত হয়ে পড়েছিলেন, “ঈশ্বর অপেক্ষা আপনাকে ধার্ম্মিক জ্ঞান করিয়াছিলেন।” (ইয়োব ৩২:২) ঈশ্বরের মুখপাত্র ইলীহূ ইয়োবকে ভর্ৎসনা করেছিলেন। কিন্তু ইলীহূ ইয়োবকে ঈশ্বরের কাছ থেকে এক ইতিবাচক বার্তাও জানিয়েছিলেন: “কূপে [সাধারণ কবরে] নামিয়া যাওয়া হইতে ইহাকে [ইয়োবকে] মুক্ত কর, আমি প্রায়শ্চিত্ত [“মুক্তির মূল্য,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন] পাইলাম। তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে।” (ইয়োব ৩৩:২৪, ২৫) এই কথাগুলো নিশ্চয় ইয়োবকে আশায় পূর্ণ করেছিল। তাকে তার মৃত্যু পর্যন্ত কষ্টভোগ করে চলতে হবে না। ইয়োব যদি অনুতপ্ত হন, তাহলে ঈশ্বর তার হয়ে মুক্তির মূল্য গ্রহণ করতে পেরে খুশি হবেন আর তাকে তার দুর্দশাগুলো থেকে মুক্ত করবেন। *

ইয়োব নম্রভাবে সংশোধন মেনে নিয়েছিলেন ও অনুতপ্ত হয়েছিলেন। (ইয়োব ৪২:৬) স্পষ্টতই যিহোবা ইয়োবের হয়ে মুক্তির মূল্যকে গ্রহণ করেছিলেন আর তা তার ভুলকে ঢেকে দেওয়ার এবং তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার ও পুরস্কৃত করার পথ খুলে দেওয়ার জন্য ঈশ্বরকে সুযোগ করে দিয়েছিলেন। যিহোবা “ইয়োবের প্রথম অবস্থা হইতে শেষাবস্থা অধিক আশীর্ব্বাদযুক্ত করিলেন।” (ইয়োব ৪২:১২-১৭) ইয়োবের সেই স্বস্তির কথা একবার কল্পনা করুন যখন তার ঘৃণ্য রোগ দূর হয়ে গিয়েছিল আর বস্তুতপক্ষে তার মাংস “বালকের অপেক্ষাও সতেজ” হয়েছিল, যেগুলো ছিল অনেক আশীর্বাদের মধ্যে কয়েকটা!

ইয়োবের হয়ে ঈশ্বর যে-মুক্তির মূল্য গ্রহণ করেছিলেন, সেটার সীমিত মূল্য ছিল, কারণ তিনি অসিদ্ধই থেকে গিয়েছিলেন ও পরে মারা গিয়েছিলেন। আমাদের জন্য আরও ভালো এক মুক্তির মূল্যের ব্যবস্থা করা হয়েছে। যিহোবা প্রেমের সঙ্গে আমাদের জন্য মুক্তির মূল্য হিসেবে তাঁর পুত্র যিশুকে দান করেছেন। (মথি ২০:২৮; যোহন ৩:১৬) যারা এই মুক্তির মূল্যে বিশ্বাস করে, তাদের সকলেরই এক পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার প্রত্যাশা রয়েছে। সেই আসন্ন নতুন জগতে ঈশ্বর বিশ্বস্ত মানুষদেরকে বার্ধক্যের প্রক্রিয়া থেকে মুক্ত করবেন। বৃদ্ধরা যখন দেখবে যে, তাদের “মাংস বালকের অপেক্ষাও সতেজ” হয়েছে, সেই সময়টা দেখার জন্য আপনি হয়তো কীভাবে বেঁচে থাকতে পারেন, সেই সম্বন্ধে আরও শিখুন না কেন? (w১১-E ০৪/০১)

[পাদটীকা]

^ ইব্রীয় ভাষায়, এখানে ব্যবহৃত “মুক্তির মূল্য” কথাটির অর্থ “ঢেকে দেওয়া।” ইয়োবের ক্ষেত্রে, হয়তো মুক্তির মূল্য ছিল একটা পশু বলি, যেটাকে ঈশ্বর ইয়োবের ভুলকে ঢেকে দেওয়ার অথবা তার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য গ্রহণ করবেন।—ইয়োব ১:৫.