সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা

৪ | ঈশ্বরের কাছ থেকে সাহায্য নিন

৪ | ঈশ্বরের কাছ থেকে সাহায্য নিন

বাইবেলের শিক্ষা:

“পবিত্র শক্তির ফল হল প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব,বিশ্বাস, মৃদুতা, আত্মসংযম।”গালাতীয় ৫:২২, ২৩.

এর অর্থ:

ঈশ্বরের সাহায্যে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব। তাঁর পবিত্র শক্তি আমাদের মধ্যে এমন কিছু গুণ গড়ে তুলতে পারে, যেগুলো আমরা হয়তো নিজেদের ক্ষমতায় কখনোই গড়ে তুলতে পারতাম না। তাই, ঘৃণা কাটিয়ে ওঠার জন্য নিজের ক্ষমতার উপর নির্ভর না করে আমরা যদি ঈশ্বরের সাহায্যের উপর নির্ভর করি, তা হলে বেশি ভালো হবে। এমনটা করলে প্রেরিত পৌলের মতো আমরাও একই বিষয় অনুভব করতে পারব, যিনি লিখেছিলেন: “যিনি আমাকে শক্তি দেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।” (ফিলিপীয় ৪:১৩) আর আমরা বলতে পারব: “সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে।”—গীতসংহিতা ১২১:২.

আপনি যা করতে পারেন:

“যিহোবা আমাকে এক উগ্র ও হিংস্র ব্যক্তি থেকে এক শান্ত ব্যক্তিতে পরিণত করেছেন।”—ওয়াল্ডো

যিহোবার কাছে প্রার্থনা করে তাঁর পবিত্র শক্তি চান। (লূক ১১:১৩) তাঁর কাছ থেকে সাহায্য চান যেন আপনি ভালো ভালো গুণ গড়ে তুলতে পারেন। বাইবেলে উল্লেখিত প্রেম, শান্তি, ধৈর্য ও আত্মসংযম গুণগুলো নিয়ে অধ্যয়ন করুন, যেগুলো আপনাকে আপনার মন থেকে ঘৃণা মুছে ফেলতে সাহায্য করবে। এই গুণগুলো নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করুন। এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করুন, যারা নিজেদের জীবনেও তা করার চেষ্টা করছে। তারা আপনাকে “প্রেম দেখানোর এবং উত্তম কাজ করার ব্যাপারে . . . অনুপ্রাণিত করতে” পারে।—ইব্রীয় ১০:২৪, পাদটীকা।