সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

Comstock Images/Stockbyte via Getty Images

অসৎ নেতা—ঈশ্বরের রাজ্য যা করবে

অসৎ নেতা—ঈশ্বরের রাজ্য যা করবে

 লোকেরা এমন নেতাদের চায়, যাদের উপর তারা আস্থা রাখতে পারে; তারা চায় না, কোনো অসৎ ব্যক্তি তাদের নেতা হোক। ২০২৩ সালে বিশ্বব্যাপী একটা সমীক্ষা প্রকাশ করা হয়েছিল আর সেটা জানায়, দলগতভাবে সরকারি নেতাদের উপর লোকদের ততটা আস্থা নেই। a

 বাইবেল আমাদের এমন একটা সরকার সম্বন্ধে জানায়, যে-সরকারের নেতার উপর আমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারি। তিনি এখন ও ভবিষ্যতে, কখনো কোনো অসৎ কাজ করবেন না। এই সরকার হল ঈশ্বরের সরকার আর এর নেতা হলেন যিশু খ্রিস্ট।—যিশাইয় ৯:৭.

 যিশু ইতিমধ্যে তাঁর কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে, তিনি সত্যিই আমাদের জন্য চিন্তা করেন। (মথি ৯:৩৫, ৩৬) ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে তিনি সেই লোকদের জন্য ন্যায়বিচার ও শান্তি নিয়ে আসবেন, যারা তাঁকে নেতা হিসেবে মেনে নেবে।—গীতসংহিতা ৭২:১২-১৪.

a ২০২৩ এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার গ্লোবাল রিপোর্ট।