সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৮

যিহোবা আমাদের আশ্রয়

যিহোবা আমাদের আশ্রয়

(গীতসংহিতা ৯১)

  1. ১. যি-হো-বা দৃ-ঢ় দূর-গ

    পাই না তাই আ-মি ভয়।

    তাঁর ছা-য়ায় পা-ব শান্‌-তি

    তি-নিই হ-বেন আ-শ্রয়।

    কর-বেন বি-শ্বস্‌-ত-দের র-ক্ষা।

    হাত ধ-রে রাখ-বেন জা-নি তা।

    যি-হো-বা শক্‌-তি-শা-লী।

    তি-নি স-ত্য আর কৃ-পা-ময়।

  2. ২. হা-জার জন শ-ত্রু হার-বে,

    রে-হাই নেই তা-দের আর।

    বি-শ্ব-স্ত, ন-ম্র যা-রা,

    পা-বে যে পু-র-স্কা-র।

    নেই প্র-য়ো-জন আর ভয় পাও-য়ার,

    ঈ-শ্বর কর-বেন তো-মার উ-দ্ধার।

    যি-হো-বা আ-ছেন পা-শে,

    তি-নি আ-শ্রয় হন যে স-বার।

  3. ৩. পা-তুক না আজ দি-য়া-বল,

    সাম-নে হা-জার-টা ফাঁদ।

    যি-হো-বার চো-খে এক-টাও

    যা-বে না জা-নি বাদ।

    আ-লো বা অন্‌-ধ-কার থা-কুক,

    বা-তা-সে শ-ত্রুর তীর ভা-সুক—

    যি-হো-বা কর-বেন র-ক্ষা

    পা-ব আ-শ্রয় যা-ই আ-সুক।

(আর দেখুন গীত. ৯৭:১০; ১২১:৩, ৫; যিশা. ৫২:১২.)