সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৬

নিখিলবিশ্ব যিহোবার গৌরব করে

নিখিলবিশ্ব যিহোবার গৌরব করে

(গীতসংহিতা ১৯)

  1. ১. নি-খিল-বি-শ্ব যি-হো-বার গৌ-রব ক-রে।

    তাঁর হা-তের ম-হৎ কাজ

    প্র-শং-সায় মা-তে আজ।

    গুণ গায় দে-খো তা-রা ভ-রা আ-কাশ।

    তাঁর প্রেম ও প্র-জ্ঞা পায় প্র-কাশ

    এই পৃ-থি-বী-ব্যা-পী।

  2. ২. যি-হো-বার পথ, দেয় আ-লো, ক-রে র-ক্ষা।

    তাঁর প্রে-ম-ময় আ-জ্ঞা

    কর-ব না অ-ব-জ্ঞা।

    তাঁর মু-খের বা-ক্য দেয় জী-বন ও সুখ।

    তাঁর বি-ধি জা-নি সব নিঁ-খুত

    আর ম-ধুর চেয়ে মিষ্‌-টি।

  3. ৩. যি-হো-বার ভয়, হৃ-দ-য়ে রাখ-লাম আ-মি।

    তাঁর প্র-তি-টা আ-জ্ঞা

    যে, সো-নার চেয়ে দা-মি!

    তাঁর নির্‌-দেশ মান-লে পা-ব সু-র-ক্ষা।

    তাই, মে-নে চল-ব সর্‌-ব-দা,

    আর থাক-ব তাঁর বা-ধ্য।