সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৬৫

এগিয়ে যাও

এগিয়ে যাও

(ইব্রীয় ৬:১)

  1. ১. এ-সো হই প-রি-প-ক্ব এক-জন ব্যক্‌-তি।

    রা-জ্যের সু-স-মা-চার জা-নাই গি-য়ে দেশ-ব্যা-পী।

    প্র-চার কা-জে হই আর-ও পা-র-দর্‌-শী,

    পা-ব যাঃ-য়ের আ-শীর্‌-বাদ।

    এই সু-বর্‌-ণ সু-যোগ স-বাই নাও।

    যি-শুর আ-দেশ পা-লন ক-রে যাও।

    আর-ও আ-স্থা যি-হো-বার উ-পর বা-ড়াও।

    রা-খো মজ-বুত এই বি-শ্বাস।

  2. ২. এ-সো, সা-হ-সে আজ ক-রি তাই প্র-চার,

    দূর-দূ-রান্‌-তে বল-ব রা-জ্যের এই সু-স-মা-চার।

    যাঃ-য়ের না-মের গৌ-রব ক-রো রোজ বার বার

    গি-য়ে সব ঘ-রে ঘ-রে।

    আম-রা শ-ত্রু-দের কি পা-ব ভয়?

    দিক না বা-ধা য-তই, কর-ব জয়।

    সা-ক্ষ্য দে-ব স-বার কা-ছে নিঃ-সং-শয়,

    নির্‌-ভ-য়ে বা-রে বা-রে।

  3. ৩. এ-সো এ-গি-য়ে স-দা থা-কি প্র-স্তুত।

    দ-ক্ষ হও, সা-ক্ষ্য দাও,

    এই কাজ বা-কি যে প্র-চুর।

    দে-বেন ঈ-শ্বর সা-হা-য্য, শক্‌-তি ভর-পুর—

    ক-রো অ-নু-ভব সেই দান।

    অ-বি-রাম ক-রো মেষ-দের সন্‌-ধান,

    যে-ন ছুঁ-য়ে যায় বার্‌-তা মন-প্রাণ।

    ব্যক্‌-তি ন-ম্র হ-লে, বা-ক্যে দি-লে কান,

    হ-বে খু-শি, বাঁচ-বে প্রাণ।