সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৮

মুক্তির মূল্যের জন্য কৃতজ্ঞ

মুক্তির মূল্যের জন্য কৃতজ্ঞ

(লূক ২২:২০)

  1. ১. যি-হো-বা, তো-মার প্রেম

    নি-য়ে য-খন ভা-বি,

    আর-ও বে-শি আম-রা

    তো-মা-কে ভা-লো-বা-সি।

    আ-মা-দের দি-লে

    সর্‌-ব-শ্রেষ্‌-ঠ উ-প-হার,

    নিজ প্রি-য় পু-ত্রের ব-লি-দান

    যা ক-রে উদ্‌-ধার।

    (কোরাস)

    পু-ত্রের অ-মূ-ল্য ব-লি-দান

    কর-ল চি-র মুক্‌-তি প্র-দান।

    কৃ-ত-জ্ঞ হই, আজ ক-রি

    তো-মার তাই প্র-শং-সা গান।

  2. ২. এ-গি-য়ে এ-লেন যি-শু

    দি-তে নি-জের প্রাণ

    তা-তে পে-লাম ভা-লো-বা-সার

    এক ব-ড় প্র-মাণ।

    তাঁর আ-সার আ-গে আম-রা

    ছি-লাম অ-স-হায়

    এ-খন বাঁ-চি তাই চি-র

    জী-ব-নের প্র-ত্যা-শায়।

    (কোরাস)

    পু-ত্রের অ-মূ-ল্য ব-লি-দান

    কর-ল চি-র মুক্‌-তি প্র-দান।

    কৃ-ত-জ্ঞ হই, আজ ক-রি

    তো-মার তাই প্র-শং-সা গান।