সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ২

কেন আমাদেরকে যিহোবার সাক্ষি বলা হয়?

কেন আমাদেরকে যিহোবার সাক্ষি বলা হয়?

নোহ

অব্রাহাম ও সারা

মোশি

যিশু খ্রিস্ট

অনেকে মনে করে যে, যিহোবার সাক্ষি হল একটা নতুন ধর্মের নাম। কিন্তু, ২,৭০০ বছরেরও বেশি সময় আগে, একমাত্র সত্য ঈশ্বরের দাসদেরকে তাঁর “সাক্ষী” হিসেবে বর্ণনা করা হয়েছিল। (যিশাইয় ৪৩:১০-১২) ১৯৩১ সাল পর্যন্ত, আমরা বাইবেল ছাত্র হিসেবে পরিচিত ছিলাম। কেন আমরা যিহোবার সাক্ষি নাম গ্রহণ করেছিলাম?

এটা আমাদের ঈশ্বরকে শনাক্ত করে। প্রাচীন পাণ্ডুলিপিগুলো অনুসারে, ঈশ্বরের নাম যিহোবা, বাইবেলে হাজার হাজার বার পাওয়া যায়। অনেক অনুবাদে এই নামের জায়গায় প্রভু বা ঈশ্বর, এই ধরনের উপাধিগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু, সত্য ঈশ্বর নিজেই মোশির কাছে এই কথা বলার দ্বারা তাঁর ব্যক্তিগত নাম যিহোবা প্রকাশ করেছিলেন: “আমার এই নাম অনন্তকালস্থায়ী।” (যাত্রাপুস্তক ৩:১৫) এভাবে, তিনি নিজেকে অন্য সমস্ত মিথ্যা দেবতা থেকে পৃথক করেছিলেন। ঈশ্বরের পবিত্র নাম বহন করতে পেরে আমরা গর্বিত।

এটা আমাদের কার্যভারকে বর্ণনা করে। ধার্মিক ব্যক্তি হেবল থেকে শুরু করে প্রাচীনকালের বহু ব্যক্তি যিহোবার ওপর তাদের বিশ্বাসের বিষয়ে সাক্ষ্য বহন করেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে নোহ, অব্রাহাম, সারা, মোশি, দায়ূদ এবং অন্যেরা এই “বৃহৎ সাক্ষিমেঘে” যোগ দিয়েছে। (ইব্রীয় ১১:৪–১২:১) ঠিক যেমন একজন ব্যক্তি কোনো নির্দোষ ব্যক্তির স্বপক্ষে আদালতে সাক্ষ্য দিতে পারেন, তেমনই আমরাও আমাদের ঈশ্বরের বিষয়ে সত্য জানানোর জন্য দৃঢ়সংকল্পবদ্ধ।

আমরা যিশুকে অনুকরণ করি। বাইবেল তাঁকে “বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী” বলে সম্বোধন করে। (প্রকাশিত বাক্য ৩:১৪) যিশু নিজেই বলেছিলেন যে, তিনি ‘ঈশ্বরের নাম জানাইয়াছেন’ এবং ঈশ্বর সম্বন্ধে “সত্যের পক্ষে সাক্ষ্য” দিয়ে চলেছেন। (যোহন ১৭:২৬; ১৮:৩৭) তাই, খ্রিস্টের প্রকৃত অনুসারীদের অবশ্যই যিহোবার নাম বহন করতে ও তা জানাতে হবে। যিহোবার সাক্ষিরা এই কাজটা করার জন্যই আপ্রাণ চেষ্টা করছে।

  • কেন বাইবেল ছাত্ররা যিহোবার সাক্ষি নাম গ্রহণ করেছিল?

  • কতদিন ধরে যিহোবা ঈশ্বরের সাক্ষিরা পৃথিবীতে রয়েছে?

  • যিহোবার সর্বমহান সাক্ষি কে?