প্রহরীদুর্গ জানুয়ারি ২০১৫ | আপনি সৃষ্টিকর্তার নিকটবর্তী হতে পারেন

আপনার কি মনে হয় যে, ঈশ্বর আপনার কাছ থেকে অনেক দূরে রয়েছেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা সম্ভব কি না?

প্রচ্ছদবিষয়

আপনি কি ঈশ্বরের নিকটবর্তী বোধ করেন?

লক্ষ লক্ষ লোক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, ঈশ্বর তাদেরকে তাঁর বন্ধু হিসেবে দেখেন।

প্রচ্ছদবিষয়

আপনি কি ঈশ্বরের নাম জানেন এবং তা ব্যবহার করেন?

ঈশ্বর আসলে এই কথাগুলো বলে নিজের পরিচয় দিয়েছেন: “যিহোবা [সদাপ্রভু], তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর . . . আমার এই নাম অনন্তকালস্থায়ী, এবং এতদ্দ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়।”

প্রচ্ছদবিষয়

আপনি কি ঈশ্বরের সঙ্গে ভাববিনিময় করেন?

আমরা প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কথা বলি কিন্তু কীভাবে আমরা তাঁর কথা শুনতে পারি?

প্রচ্ছদবিষয়

ঈশ্বর যা চান, আপনি কি তা করেন?

ঈশ্বরের বাধ্য হওয়া অতীব গুরুত্বপূর্ণ কিন্তু তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার জন্য আরও বেশি কিছুর প্রয়োজন।

প্রচ্ছদবিষয়

এর চেয়ে উত্তম জীবন আর নেই

তিনটে পদক্ষেপ আপনাকে ঈশ্বরের সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলার জন্য সাহায্য করতে পারে।

একজন প্রতিবেশীর সঙ্গে আলোচনা

কখন ঈশ্বরের রাজ্য শাসন করতে শুরু করে? (১ম ভাগ)

আপনি যদি উত্তরটা জেনে থাকেন, তাহলে আপনি কি বাইবেল থেকে অন্যের কাছে তা ব্যাখ্যা করতে পারবেন?

“মানুষের বুদ্ধি তাহাকে ক্রোধে ধীর করে”

ইস্রায়েলের রাজা দায়ূদের জীবনের একটা ঘটনা, আপনি যখন বিরক্ত হন বা রেগে যান, তখন আপনার মেজাজ নিয়ন্ত্রণ করার জন্য সাহায্য করতে পারে।

আমার কি ঋণ নেওয়া উচিত?

বাইবেলে প্রাপ্ত প্রজ্ঞা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করবে।

বাইবেলের প্রশ্নের উত্তর

কীভাবে আপনি আপনার সন্তানের হৃদয়ে বাইবেলের বার্তা গেঁথে দিতে পারেন?