সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“এই প্রকার লোকদিগকে সমাদর করিও”

“এই প্রকার লোকদিগকে সমাদর করিও”

পরিচালকগোষ্ঠী ১৯৯২ সাল থেকে তাদের কাজে সহায়তা করার জন্য বিভিন্ন কমিটিতে অভিজ্ঞ ও পরিপক্ব খ্রিস্টান প্রাচীনদের নিযুক্ত করেছে। * “আরও মেষ” থেকে আসা এই সাহায্যকারীরা পরিচালকগোষ্ঠীর বিভিন্ন কাজে অনেক সাহায্য করেন। (যোহন ১০:১৬) তারা যে-কমিটিতে কাজ করেন, সেই কমিটির সাপ্তাহিক সভায় তারা যোগ দেন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেন ও সেইসঙ্গে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পরিচালকগোষ্ঠীর সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নেন আর এই সাহায্যকারী ভাইয়েরা সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন এবং তাদের যে-সমস্ত কার্যভার দেওয়া হয়, সেগুলো সম্পন্ন করেন। এই ভাইয়েরা পরিচালকগোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিশেষ ও আন্তর্জাতিক সম্মেলনগুলোতে যোগ দেন। এ ছাড়া, এই ভাইদের প্রধান কার্যালয়ের প্রতিনিধি হিসেবে শাখা অফিস পরিদর্শন করার জন্যও নিযুক্ত করা হয়।

এই ব্যবস্থা শুরু হওয়ার সময় থেকে সাহায্যকারী হিসেবে সেবা করছেন এমন একজন ভাই বলেন: “আমি যে-সময়ে আমার দায়িত্ব পালন করি, সেই সময়ে পরিচালকগোষ্ঠী আধ্যাত্মিক বিষয়গুলোতে আরও পূর্ণরূপে মনোযোগ দিতে পারে।” বিগত ২০ বছর ধরে সাহায্যকারী হিসেবে সেবা করছেন এমন একজন ভাই তার অভিজ্ঞতা স্মরণ করে বলেন: “আমি এমন এক বিশেষ সুযোগ পেয়েছি, যা কখনো কল্পনাও করিনি।”

পরিচালকগোষ্ঠী তাদের সাহায্যকারীদের আস্থা সহকারে অনেক দায়িত্ব দেয় এবং এই অনুগত ও কঠোর পরিশ্রমী ভাইদের চমৎকার সেবার জন্য তাদের প্রতি উপলব্ধি প্রকাশ করে। আসুন আমরা সকলে ‘এই প্রকার লোকদিগকে সমাদর করি।’—ফিলি. ২:২৯.

^ অনু. 2 ঈশ্বরের রাজ্য শাসন করছে! (ইংরেজি) বইয়ের ১৩১ পৃষ্ঠা এবং ২০০৮ সালের ১৫ মে প্রহরীদুর্গ পত্রিকার ২৯ পৃষ্ঠা দেখুন, যেখানে পরিচালকগোষ্ঠীর ছয়টা কমিটি যে-সমস্ত দায়িত্ব পালন করে, তার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে।