সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তিনি কায়াফার পরিবারের সদস্য ছিলেন

তিনি কায়াফার পরিবারের সদস্য ছিলেন

তিনি কায়াফার পরিবারের সদস্য ছিলেন

প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কখনো কখনো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বাইবেলের কোনো চরিত্রের অস্তিত্ব সম্বন্ধে নিশ্চিত করে থাকে। উদাহরণস্বরূপ, ২০১১ সালে কয়েক জন ইস্রায়েলীয় পণ্ডিত একটা আবিষ্কার সম্বন্ধে যে-তথ্য প্রকাশ করেছিল, তা এই বিষয়টাকে স্পষ্ট করে। এটা ২,০০০ বছরের পুরোনো অস্থি সংরক্ষণার্থক একটা সমাধি—নকশা করা চুনাপাথরের একটা বাক্স, যেটার মধ্যে একজন মৃত ব্যক্তির মাংস পচে যাওয়ার পর অস্থিগুলো রেখে দেওয়া হয়েছিল।

এই নির্দিষ্ট অস্থি সংরক্ষণার্থক সমাধির ওপর এই অভিলিখন রয়েছে: “মরিয়ম, বৈৎ-ইম্রির মাসিয় যাজক কায়াফার পুত্র ইহোশুয়ার কন্যা।” যিশুকে বিচার করার এবং মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে জড়িত যিহুদি মহাযাজক ছিলেন কায়াফা। (যোহন ১১:৪৮-৫০) ইতিহাসবেত্তা ফ্লেভিয়াস জোসিফাস এই ব্যক্তিকে “জোসেফ” বলে উল্লেখ করেন, “যাকে কায়াফা নামে ডাকা হতো।” অস্থি সংরক্ষণার্থক সমাধিটা স্পষ্টতই তার একজন আত্মীয়ের ছিল। যেহেতু পূর্বে প্রাপ্ত সেই মহাযাজকের সমাধির ওপরের অভিলিখন অনুযায়ী তাকে ইহোসেফ বার কায়াফা বা কায়াফার পুত্র জোসেফ বলে অভিহিত করা হয়, * তাই মরিয়ম কোনো না কোনোভাবে কায়াফার আত্মীয় ছিলেন।

ইস্রায়েল পুরাতত্ত্ব কর্তৃপক্ষের (আইএএ) তথ্য অনুযায়ী, মরিয়মের অস্থি সংরক্ষণার্থক সমাধি সেই চোরদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল, যারা একটা প্রাচীন কবর লুট করেছিল। এই সমাধির শিল্পকর্ম এবং এর অভিলিখন নিয়ে গবেষণা নিশ্চিত করে যে, এই অস্থি সংরক্ষণার্থক সমাধি মরিয়মের।

এ ছাড়া, অস্থি সংরক্ষণার্থক সমাধিটা আমাদের নতুন কিছু জানায়। এটা সেই ২৪টি যাজক দলের মধ্যে শেষ দল “মাসিয়” সম্বন্ধে উল্লেখ করে, যারা যিরূশালেম মন্দিরে পালাক্রমে সেবা করত। (১ বংশা. ২৪:১৮) আইএএ বলে, অস্থি সংরক্ষণার্থক সমাধিটার ওপরের অভিলিখন প্রকাশ করে যে, “কায়াফার পরিবারের সঙ্গে মাসিয় যাজক দলের সম্পর্ক ছিল।”

এই অভিলিখন বৈৎ-ইম্রি সম্বন্ধেও উল্লেখ করে। অভিলিখনের এই অংশটার সম্ভাব্য দুটো ব্যাখ্যা রয়েছে। “প্রথম সম্ভাবনাটা হল, বৈৎ-ইম্রি একটা যাজকীয় পরিবারের নাম—ইম্মেরের সন্তানরা, (ইষ্রা ২:৩৬-৩৭; নহি. ৭:৩৯-৪২) যাদের বংশধরের মধ্যে মাসিয় দলের সদস্যরাও ছিল,” আইএএ বলে। “দ্বিতীয় সম্ভাবনাটা হল, মরিয়ম অথবা তার পুরো পরিবার [বৈৎ-ইম্রি] থেকে এসেছে।” যেটাই হোক না কেন, মরিয়মের অস্থি সংরক্ষণার্থক সমাধি এই প্রমাণ দেয় যে, বাইবেল সেই বাস্তব ব্যক্তিদের সম্বন্ধে জানায়, যারা সত্যিকারের কোনো পরিবারের সদস্য ছিল।

[পাদটীকা]

^ কায়াফার অস্থি সংরক্ষণার্থক সমাধি সম্বন্ধে আরও জানার জন্য, ২০০৬ সালের ১৫ জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১০-১৩ পৃষ্ঠার “যে-মহাযাজক যিশুকে দোষারোপ করেছিলেন” নামক প্রবন্ধটি দেখুন।

[৩০ পৃষ্ঠার চিত্র]

পিছনের ছবি: একটা সাধারণ সংরক্ষণাগার, যেখানে অস্থি সংরক্ষণার্থক সমাধি রাখা হতো

[সৌজন্যে]

Todd Bolen/BiblePlaces.com

[৩০ পৃষ্ঠার চিত্র]

[সৌজন্যে]

Boaz Zissu, Bar-Ilan University, Israel