সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সবাই এক উত্তম ভবিষ্যৎ চায়

সবাই এক উত্তম ভবিষ্যৎ চায়

আপনি কেমন ভবিষ্যৎ চান? সবার মতো আপনিও নিশ্চয়ই এক উত্তম ভবিষ্যৎ চান। আপনি চান যেন আপনার পরিবার সুখী হয়, সুস্থসবল থাকে এবং শান্তি লাভ করে।

তবে, অনেকে নিশ্চিত নয় যে, তারা এইরকম ভবিষ্যৎ পাবে কি না। বিভিন্ন দুর্ঘটনা ও সমস্যার কারণে তারা এইরকম মনে করে থাকে। যেমন, কোভিড-১৯ অতিমারির কারণে সমাজ, অর্থনীতি ও জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে তারা মনে করে, তাদের পক্ষে এক উত্তম ভবিষ্যৎ পাওয়া সম্ভব নয়।

এইরকম অনিশ্চয়তার কারণে লোকেরা এমন উপায় খুঁজে থাকে, যা তাদের উত্তম ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। অনেকে মনে করে, ভাগ্য তাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। আবার কেউ কেউ উচ্চশিক্ষা লাভ করতে চায় এবং ধনসম্পদের পিছনে ছোটে। অন্যেরা আবার মনে করে, এক উত্তম ভবিষ্যৎ লাভ করার জন্য একজন ভালো ব্যক্তি হওয়াই যথেষ্ট।

যে-বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর কোনোটা কি আপনাকে এক উত্তম ভবিষ্যৎ দিতে পারে? এর উত্তর জানার জন্য নীচে দেওয়া এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:

  • আপনার ভবিষ্যৎ আসলে কীসের উপর নির্ভর করে?

  • উচ্চশিক্ষা ও টাকাপয়সা থাকলেই কি এক উত্তম ভবিষ্যৎ লাভ করা যায়?

  • একজন ভালো ব্যক্তি হলেই কি এক উত্তম ভবিষ্যৎ লাভ করা যায়?

  • এক উত্তম ভবিষ্যতের বিষয়ে আপনি কোথায় নির্দেশনা পেতে পারেন?

প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যায় আপনি এই প্রশ্নগুলোর উত্তর পাবেন।