সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিশুর বলিদান থেকে উপকার লাভ করুন

যিশুর বলিদান থেকে উপকার লাভ করুন

 প্রত্যেক বছর এক বার, পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিরা আর সেইসঙ্গে তাদের দ্বারা আমন্ত্রিত লক্ষ লক্ষ লোক যিশুর মৃত্যু স্মরণ করার জন্য একত্রিত হয়ে থাকে। যিশু তাদের তা করার জন্য আদেশ দিয়েছিলেন। (লূক ২২:১৯) এই অনুষ্ঠান আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা উপলব্ধি করতে সাহায্য করে যে, যিশু মানবজাতির জন্য তাঁর জীবন দেওয়ার মাধ্যমে কী করেছিলেন। এ ছাড়া, এটা তুলে ধরে, তাঁর বলিদান বর্তমানে এবং ভবিষ্যতে আমাদের জন্য কী করবে।—যোহন ৩:১৬.

 আপনি হয়তো এই বছর স্মরণার্থ সভায় যোগ দিয়েছেন কিংবা দেননি। কিন্তু প্রশ্ন হল, কীভাবে আপনি যিশুর বলিদানমূলক মৃত্যু থেকে উপকার লাভ করতে পারেন? যিশু শিখিয়েছিলেন, আমাদের দুটো গুরুত্বপূর্ণ বিষয় করা উচিত।

  1.  ১. যিহোবা ও যিশু সম্বন্ধে শিখুন। যিশু তাঁর স্বর্গীয় পিতার কাছে প্রার্থনায় বলেছিলেন: “অনন্তজীবন পেতে হলে, তাদের তোমাকে অর্থাৎ একমাত্র সত্য ঈশ্বরকে জানতে হবে এবং তুমি যাঁকে পাঠিয়েছ, সেই যিশু খ্রিস্টকেও জানতে হবে।”—যোহন ১৭:৩.

  2.  ২. আপনি যা শেখেন, সেই অনুযায়ী কাজ করুন। যিশু জোর দিয়েছিলেন, আমরা যেন আমাদের জীবনে তাঁর শিক্ষা কাজে লাগাই। উদাহরণ স্বরূপ, তাঁর সুপরিচিত পর্বতে দেওয়া উপদেশে যিশু সেই ব্যক্তিদের প্রশংসা করেছিলেন, যারা “[তাঁর] কথা শোনে এবং সেগুলো পালন করে।” (লূক ৬:৪৬-৪৮) একই ভাবে, অন্য এক সময়ে যিশু বলেছিলেন, “তোমরা যদি সেগুলো পালন কর, তা হলে তোমরা সুখী হবে”—যোহন ১৩:১৭.

 আপনি কি ঈশ্বর ও যিশু সম্বন্ধে আরও জানতে চান? আপনি যা শিখছেন, সেগুলো কাজে লাগানোর জন্য কি ব্যাবহারিক পরামর্শ পেতে চান? এখানে কয়েকটা উপায় সম্বন্ধে বলা হয়েছে, যেগুলো আপনাকে সাহায্য করতে পারে।

বাইবেল কোর্স

 আমাদের বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন কোর্স অনেক ব্যক্তিকে বাইবেল পরীক্ষা করে দেখতে এবং নিজেদের জীবনে তা কাজে লাগাতে সাহায্য করেছে।

  •   এই প্রোগ্রাম সম্বন্ধে আরও জানার জন্য বাইবেল অধ্যয়ন কোর্সের জন্য নির্ধারিত পেজে যান।

  •   যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন কীভাবে হয়, তা জানার জন্য বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই শিরোনামের ভিডিওটা দেখুন।

যিহোবার সাক্ষিদের সভাগুলো

 যিহোবার সাক্ষিরা সপ্তাহে দুই বার তাদের উপাসনাস্থলে মিলিত হয়, যেটাকে তারা কিংডম হল বলে থাকে। এই সভাগুলোতে বাইবেল নিয়ে আর সেইসঙ্গে এটির শিক্ষা কীভাবে নিজেদের জীবনে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা করা হয়।

 এই সভাগুলোতে যে-কেউ যোগ দিতে পারে; এরজন্য আপনাকে যে একজন সাক্ষি হতে হবে, এমন নয়। স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করে, আপনি সরাসরি কিংবা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সভাতে যোগ দিতে পারেন।

  •   এই সভাগুলোতে যা-কিছু হয়, তা আগে থেকে জানার জন্য কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিওটা দেখুন।

অনলাইন প্রবন্ধ ও ভিডিও

 যিশুর শিক্ষা এবং তাঁর বলিদানমূলক মৃত্যুর উপকারিতা সম্বন্ধে আরও বেশি জানার জন্য এই ওয়েবসাইটে অনেক প্রবন্ধ ও ভিডিও রয়েছে।

 উদাহরণ স্বরূপ, কীভাবে একজন মানুষের মৃত্যু লক্ষ লক্ষ লোকের জন্য উপকার নিয়ে আসতে পারে, তা জানার জন্য “কীভাবে যিশু আমাদের রক্ষা করেছেন?” এবং “কেন যিশু কষ্টভোগ করেছিলেন ও মারা গিয়েছিলেন?” শিরোনামের প্রবন্ধগুলো পড়ুন অথবা যিশু কেন মারা গিয়েছিলেন? নামক ভিডিওটা দেখুন।