সরাসরি বিষয়বস্তুতে যান

কীভাবে আপনাদের কাজের জন্য অর্থ জোগানো হয়?

কীভাবে আপনাদের কাজের জন্য অর্থ জোগানো হয়?

 আমাদের প্রচার কাজের জন্য মূলত যিহোবার সাক্ষিদের স্বেচ্ছাকৃত দানের মাধ্যমে অর্থ জোগানো হয়। আমাদের সভাগুলোতে কোনো চাঁদা নেওয়া হয় না এবং সদস্যদের কোনো দশমাংশ দিতে বাধ্য করা হয় না। (মথি ১০:৭, ৮) এর পরিবর্তে, আমাদের সভাস্থলে দান বাক্স রাখা হয়, যাতে যদি কেউ দান দিতে চান, তাহলে তিনি তা দিতে পারেন। দাতারা অজ্ঞাতই থাকে।

 আমরা যে আমাদের খরচ পরিচালনা করতে পারি, সেটার একটা কারণ হল আমাদের কোনো বেতনভোগী পাদরি নেই। তা ছাড়া, ঘরে ঘরে যাওয়ার জন্য সাক্ষিদের কোনো বেতন দেওয়া হয় না আর আমাদের উপাসনাস্থলগুলো সাধারণ।

 যিহোবার সাক্ষিদের শাখা অফিসগুলোতে পাঠানো যেকোনো দান, প্রাকৃতিক দুর্যোগের শিকার ব্যক্তিদের ত্রাণ দেওয়ার জন্য, আমাদের মিশনারি ও ভ্রমণ অধ্যক্ষদের সমর্থন করার জন্য, উন্নয়নশীল দেশগুলোতে আমাদের উপাসনাস্থল নির্মাণ করার জন্য এবং বাইবেল ও অন্যান্য খ্রিস্টীয় প্রকাশনা ছাপানো আর অন্যান্য জায়গায় পাঠানোর জন্য ব্যবহার করা হয়।

প্রত্যেক ব্যক্তি নিজেই সিদ্ধান্ত নেন যে, তিনি স্থানীয় খরচ মেটানোর জন্য, আমাদের বিশ্বব্যাপী কাজের জন্য অথবা উভয় কাজের জন্য দান দেবেন কি না। প্রতিটা মণ্ডলী এর সদস্যদের অবগতির জন্য নিয়মিতভাবে অর্থ সংক্রান্ত রিপোর্ট প্রদান করে থাকে।