সরাসরি বিষয়বস্তুতে যান

কোনো ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকা কি জরুরি?

কোনো ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকা কি জরুরি?

বাইবেলের উত্তর

 হ্যাঁ। কারণ ঈশ্বর চান যেন লোকেরা তাঁর উপাসনা করার জন্য মিলিত হয়। পবিত্র শাস্ত্রে লেখা আছে: “এসো, আমরা একে অন্যের প্রতি মনোযোগ দিই, যাতে প্রেম দেখানোর এবং উত্তম কাজ করার ব্যাপারে পরস্পরকে অনুপ্রাণিত করতে পারি আর সেইসঙ্গে সভায় একত্রে মিলিত হওয়া বাদ না দিই।”—ইব্রীয় ১০:২৪, ২৫, পাদটীকা।

 এক বার যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “তোমাদের মধ্যে যদি প্রেম থাকে, তা হলেই সকলে জানবে, তোমরা আমার শিষ্য।” (যোহন ১৩:৩৫) একথা বলার মাধ্যমে যিশু এই বিষয়ের ইঙ্গিত দিয়েছিলেন যে, ভবিষ্যতে তাঁর শিষ্যেরা একটা দলে সংগঠিত হবে। তারা নিজেদের ভালোবাসা প্রকাশ করার জন্য একে অন্যের সঙ্গে মিলিত হবে। তাদের ছোটো ছোটো দল অর্থাৎ মণ্ডলী হবে। সেই মণ্ডলীর লোকেরা নিয়মিতভাবে উপাসনা করার জন্য মিলিত হবে। (১ করিন্থীয় ১৬:১৯) সারা পৃথিবীতে তাদের ভ্রাতৃসমাজ হবে।—১ পিতর ২:১৭.

কোনো ধর্মীয় সংগঠনের সঙ্গে শুধু যুক্ত থাকাই যথেষ্ট নয়

 এটা ঠিক যে, পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বরের উপাসনা করার জন্য লোকদের মিলিত হওয়া উচিত, কিন্তু এটিতে এমনটা বলা হয়নি যে, ঈশ্বরকে খুশি করার জন্য কোনো ধর্মীয় সংগঠনের সঙ্গে শুধু যুক্ত থাকাই যথেষ্ট। যদি কেউ ঈশ্বরকে খুশি করতে চায়, তা হলে তাকে প্রতিদিন পবিত্র শাস্ত্রে দেওয়া শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে হবে। উদাহরণ স্বরূপ, পবিত্র শাস্ত্রে লেখা আছে: “আমাদের ঈশ্বর ও পিতার দৃষ্টিতে বিশুদ্ধ ও নিষ্কলঙ্ক ধর্ম হল: অনাথ ও বিধবাদের তাদের ক্লেশের সময় যত্ন নেওয়া এবং এই জগতের অশুচিতা থেকে নিজেদের পৃথক রাখা।”—যাকোব ১:২৭, পাদটীকা।